চাকরি ছাড়লেও শিকে ছিঁড়ল না গুপ্তেশ্বর পাণ্ডের। বিহারের পুলিশের ডিজি ছিলেন তিনি। আগাম অবসর নিয়ে গুপ্তেশ্বর যোগ দিয়েছিলেন নীতীশকুমারের জেডি (ইউ) দলে। উদ্দেশ্য ছিল বিধানসভার ভোটের প্রার্থী হওয়া। কিন্তু বুধবার প্রকাশিত দলের প্রার্থীদের গোটা তালিকায় কোথাও তাঁর নাম নেই। এই নিয়ে দ্বিতীয়বার কাপল পুড়ল গুপ্তেশ্বরের। এর আগে ২০০৯ সালে বক্সার লোকসভা কেন্দ্রে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। এবার বক্সার বিধানসভা কেন্দ্রটি পড়েছে বিজেপির ভাগে। তাই এবারও প্রার্থী হওয়া হল না তাঁর। তেব ফেসবুকে তিনি জানিয়েছেন, এতে মোটই হতাশ নন তিনি। তিনি জনসেবা করেই যাবেন। তাঁকে নিয়ে রবিনহুড অফ বিহার নামে একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইা হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সময় শিরোনামে এসেছিলেন গুপ্তেশ্বর। আইপিএস অফিসার হয়েও খোলাখুলিই তিনি সমর্থন করেছিলেন নীতীশ কুমার। রিয়া চক্রবর্তীর ঔদ্ধত্যকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি।
إرسال تعليق
Thank You for your important feedback