'হিংসার চক্রান্ত', হাতরস কাণ্ডে গ্রেফতার PFI-এর ৪ জন

 

সোমবারই হাতরসের ঘটনায় আন্তর্জাতিক চক্রান্তের কথা বলেছিল উত্তরপ্রদেশের পুলিশ। সেদিনই হাতরসে হিংসা ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে তাঁরা। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-এর (PFI) সঙ্গে তাঁদের যোগ রয়েছে বলে উত্তর প্রদেশ পুলিশের দাবি। দিল্লি থেকে হাতরস যাওয়ার পথে মথুরার টোলপ্লাজায় গ্রেফতার করা হয় তাঁদের। তাঁরা মুজফফরপুর, মাল্লাপুরম, বাহরাইট এবং রামপুরের বাসিন্দা। তাঁদের মোবাইল ফোন, ল্যাপটপ, কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

তাঁরা শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে পুলিশ মনে করেছে। অন্যদিকে, এরই মধ্যে আলিগড়ে এক ৬ বছরের বালিকার ধর্ষণের ঘটনা উঠে এসেছে। ১০ দিন তাকে ধর্ষণ করা হয়। দিল্লির এক হাসপাতালে মঙ্গলবার তার মৃত্যু হয়েছে। আলিগড় পুলিশের বিরুদ্ধে রাস্তা অবরোধ করেন কোতোয়ালি শাদাবাদ এলাকার জাতোই গ্রামের বাসিন্দারা। এরই পাশাপাশি হাতরসের ঘটনার কোনও বিচারপতির নেতৃত্বে সিবিআই তদন্তের দাবিতে দায়ের করা একটি জনস্বার্থের মামলা মঙ্গলবারই শুনবে সুপ্রিম কোর্ট।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم