প্রবল বৃষ্টিতে অন্ধ্র, তেলেঙ্গানায় মৃত ১৭

 

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। দুই রাজ্যের বহু জায়গা জলমগ্ন। দুই রাজ্যে মারা গিয়েছেন ১৭ জন। তেলেঙ্গানায় কম করেও ১৪ জন প্রাণ হারিয়েছেন। গত ২ দিনের বৃষ্টিতে অন্ধ্রে মারা গিয়েছেন ৩ জন। মঙ্গলবার কাকিনাড়ার উপকূলের ওপর দিয়ে বঙ্গাপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ বয়ে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় অন্ধ্রে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।কোথাও কোথাও ভারী বৃষ্টিও হবে। জলের তোড়ে একাধিক জায়গায় গাড়ি ভেসে যাওয়ার খবরও এসেছে। পিছিযে দেওয়া হয়েছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের পকীক্ষা। বি আর আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও পিছিয়েছে। জল জমে গিয়েছে হায়দরাবাদের রাস্তায়।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم