বাংলার দুর্গা পূজো আদি অকৃত্রিম বললেও প্রশ্ন থেকেই যায় সত্যিই কি এটি আম বাঙালির চিরকালীন উৎসব ছিল? এ বিষয়ে নানান মত থাকলেও, একটি বিষয় সত্যি এটি শুরু হওয়ার বহু বছর বাদে সর্বজনীন হয়। আশ্বিনে দূর্গা পূজার প্রচলনই ছিল না। বসন্তকালে বাসন্তী পুজো বা অন্নপূর্ণা পুজোই প্রচলিত ছিল, তাও বড়লোকদের বাড়িতে যেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। দুর্গাপুজো আসে অনেক পরে।
সিরাজদৌল্লাকে যুদ্ধে পরাজিত করার পর লর্ড ক্লাইভ ক্ষমতা দখল করলে বাংলার বাবু ও ব্যবসায়ী সমাজ তাঁকে সংবর্ধনা দিতে এই আশ্বিনে আয়োজন করেন দুর্গাপুজোর। সেটা ছিল ১৭৫৭, এবং এই পুজোতে প্রবেশ অধিকার ছিল আমন্ত্রিতদের। সাধারণ মানুষ প্রবেশ করার চেষ্টা করলে তাদের চাবুক পেটা করা হত। ১৮০০র কোনো এক সময়ে গুপ্তিপাড়ার ১২ জন বন্ধু দুর্গাপুজোর আয়োজন করে, সে কারণে এটির নাম হয় বারোয়ারি। কিন্তু সেটাও সর্বজনীন হয়নি। ১৯০১ এ স্বামী বিবেকানন্দ বেলুড়ে দুর্গাপুজোর আয়োজন করেন এবং সারা গ্রামকে নিমন্ত্রণ করে ভোগ খাওয়ান। সব শেষে নেতাজি সুভাষচন্দ্র ১৯২৪ এ সিমলা ব্যায়াম সমিতিতে প্রথম সংগঠন তথা সর্বজনীন পুজো করেন। আমজনতা তাতে চাঁদা দেন এবং অংশ নেন। যদিও আরও মত আছে তবে এই ঘটনাকে অস্বীকার করে না কেউই।
إرسال تعليق
Thank You for your important feedback