অমিত শাহ ৫৬

 না, ৫৬ ইঞ্চি ছাতির ঘটনা নয়, ওটি তাঁর রাজনৈতিক গুরু নরেন্দ্র মোদির। আসলে আজ বিজেপির মগজাস্ত্র সঞ্চালক অমিত শাহের ৫৬ তম জন্মদিন। সকালেই পেয়ে গিয়েছেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছার টুইট। এছাড়াও সারা দেশের নানান রাজনীতিকরা শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন। করোনা সহ নানান রোগে ভুগে উঠলেন অমিত। কিন্তু বিশ্রাম নেওয়ার বান্দা তিনি নন। মাথায় তাঁর বিহার নির্বাচন, মধ্যপ্রদেশের উপনির্বাচনের প্রচারের দায় রয়েছে। কাজেই শুভেচ্ছার উত্তরে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কোনও সময় নেই। মধ্যবিত্ত পরিবারের অমিত স্কুল শিক্ষাশেষে যোগ দেন সংঘ পরিবারে। সেখান থেকেই পথ চলা। মোদি তাঁর প্রিয়পাত্রকে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী করেন। নানা জটিল রাজনীতির দাওপ্যাঁচে পরে বিপাকেও পড়েন অমিত কিন্তু বুদ্ধির জোরে সেসমস্ত থেকে বেরিয়ে সর্বভারতীয় বিজেপির সভাপতি হন। ২০১৯-এ মোদি তাঁকে লোকসভা নির্বাচনে দাঁড় করান জিতে এসে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার সেকেন্ড ম্যান।      



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم