জন্মদিনের চমক, অমিতাভ ফ্যান সামনে আনলেন সাত হাজার ছবির সংগ্রহ

৭৮-এ পা দিলেন বলিউডের শাহেনশা। বিগ বি-র জন্মদিনে তাঁর সুপারফ্যান দিব্যেশ কুমার প্রায় দুদশক ধরে অমিতাভ বচ্চনের ৭ হাজার ছবির সংগ্রহ প্রকাশ্যে আনলেন। হিন্দি সিনেমায় অমিতাভ বচ্চনের অবদানের কথা সকলেই এক বাক্যে স্বীকার করেন। তাই তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা অগুনতি। তবে সব ফ্যানেদের ভিড়ে নজর কেড়েছেন সুরাটের দিব্যেশ কুমার। কারণ ১৯৯৯ সাল থেকে তিনি অমিতাভের বিভিন্ন রকম ছবি সযত্নে সংগ্রহ করেছেন। পাসপোর্ট সাইজের ছবি থেকে বিভিন্ন হিন্দি মুভির পোস্টার সবমিলিয়ে প্রায় ৭ হাজার ছবি তিনি জমিয়ে ফেলেছেন। বলিউড শাহেনশার জন্মদিনে তাঁর এই সুপার ফ্যান তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন। অমিতাভের ‘১০২ নট আউট’ সিনেমার মত তিনিও যাতে দীর্ঘজীবী হন, সেই কামনা করেছেন তিনি। দিব্যেশ জানিয়েছেন বেশ কয়েকবার অমিতাভের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল তার। প্রথমবার সাক্ষাতের সময় তিনি সেই সময়ে অমিতাভ অভিনীত তাঁর সব সিনেমার নাম সম্বলিত একটি ছবি দিয়েছিলেন, যা দেখে বিস্মিত অমিতাভ জানতেও চান এটা তিনি কিভাবে করলেন। সঙ্গে তাঁর নাতনি আরাধ্যার জন্য একটি বিশেষ খেলনাও উপহার দিয়েছিলেন, জানিয়েছেন দিব্যেশ। সম্প্রতি বিগ বি মরনোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেছেন, অভিনেতাকে দেখে অনুপ্রানিত হয়ে দিব্যেশ কুমারও সপরিবারে অনুসরণ করেছেন অমিতাভকে, অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনিও।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم