দেশে করোনা সংক্রমণ ৭৫ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ৫৫,৭২২ জন, মারা গিয়েছেন ৫৭৯ জন। এনিয়ে মোট আক্রান্ত ৭৫,৫০,২৭৩ জন। মোট মৃত ১.১৪,৬১০ জন। অ্যাক্টিভ কেস ৭,৭২,০৫৫টি, তা আগের দিনের তুলনায় ১১,২৫৬টি কম। সুস্থ হয়েছেন ৬৬,৬৩,৬০৮ জন। রবিবাররে তুলনায় তা ৫৭৯টি বেশি। রবিবারই কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, উৎসবের সময় এবং শীতে সতর্ক না থাকলে একমাসের মধ্যে করোনার সংক্রমণ হবে ভয়াবহ। একমাসে তা বাড়তে পারে ২৬ লাখ। তবে একইসঙ্গে তাঁরা ফের লকডাউন জারির ব্যাপারে আপত্তি জানিয়েছেন। বলেছেন, সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির মধ্যে করোনা নিয়ন্ত্রণে আসবে। তবে কেরল, কর্নাটক, রাজস্থান, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের পরিস্থিতি তাঁদের চিন্তায় রেখেছে।
إرسال تعليق
Thank You for your important feedback