দেশের কয়েকটি আইআইটি এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সদস্যদের নিয়ে গঠিত এই কমিটি নিয়োগ করেছিল কেন্দ্রীয় সরকার। তাঁরাই সবদিক খতিয়ে দেখে রিপোর্ট জমা দিল কেন্দ্রকে। জানা যাচ্ছে ওই রিপোর্টে বলা হয়েছে, করোনাভাইরাসের সর্বোচ্চ শিখর পেরিয়ে এসেছে ভারত। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের গোড়াতেই নিয়ন্ত্রনে চলে আসবে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের তরফেও রোজই প্রায় জরুরি কোভিড বৈঠক চলছে এবং করোনাকে বাগে আনার পরিকল্পনা করা হচ্ছে। এরই মধ্যে আশার কথা শোনাল কেন্দ্রীয় সরকার নিযুক্ত কমিটি। তবে শেষ পর্যন্ত করোনা ভাইরাসকে হারাতে হলে করোনার সতর্কবিধি এখনও বহুদিন মেনে চলতেই হবে বলেও সতর্ক করেছে ওই কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি।
তাঁদের আশ্বাস এই মুহূর্তে দেশে প্রতিদিন যে হারে সংক্রমণ ও মৃত্যুর হার রয়েছে, তাই যদি বজায় থাকে তবে আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকেই করোনার গ্রাফ অনেকটা কমে যাবে। তবে আসন্ন উৎসবের মরশুমে সাধারণ মানুষকে আরও সংযত হতে বলেও দাবি করছেন ওই বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। কারণ বেশি ভিড়, জমায়েত হল করোনা ভাইরাসের সুপার স্প্রেডার। কেন্দ্রীয় কমিটির দেওয়া রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত দেশের ৩০ শতাংশ মানুষ করোনার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি করতে পরেছে। আর যদি ভারতে লকডাউন না হত, তবে করোনায় মৃতের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে যেত বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
إرسال تعليق
Thank You for your important feedback