দেশীয় প্রযুক্তির ‘সাবমেরিন ধ্বংসকারী’ যুদ্ধজাহাজ হাতে পেল নৌসেনা

শক্তি বাড়ল ভারতীয় নৌসেনার। বৃহস্পতিবারই নৌসেনার হাতে তুলে দেওয়া হল অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস কাভারাত্তি (INS Kavaratti)। ফলে সমুদ্রে আরও অপ্রতিরোধ্য হল নৌসেনা। এদিন বিশাখাপত্তনমের নাভাল ডক ইয়ার্ডে এক অনুষ্ঠানে আইএনএস কাভারাত্তিকে নৌসেনাতে অন্তর্ভূক্ত করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থলসেনা প্রধান জেনারেল মুকুন্দ নারবনে। নৌসেনার তরফে জানানো হয়েছে, এই রণতরী সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় এই রণতরীর নকশা তৈরি করেছে ডিরেক্টরেট অফ নেভাল ডিজাইন।

 

এটি সাবমেরিন ধ্বংসকারী যুদ্ধজাহাজ (Anti-Submarine Warfare stealth corvette)। সম্প্রতি লাদাখ নিয়ে চিনের সঙ্গে সংঘাত তৈরি হয়েছে ভারতের। চিনা সেনা ক্রমাগত উস্কানী দিয়ে চলেছে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর। অপরদিকে ভারত মহাসাগর ও দক্ষিণ চিন সাগরেও চিনা রণতরীর গতিবিধি বেড়েছে। যা মোটেই হালকাভাবে নিতে রাজি নয় ভারত। এই পরিস্থিতিতে সাবমেরিন ধ্বংসকারী স্টেলথ (Stealth) প্রজাতির যুদ্ধজাহাজ আইএনএস কাভারাত্তি নৌসেনার হাতে এল। অত্যাধুনিক এই রণতরীর সাহায্যে সাগরে আরও শক্তিশালী হয়ে উঠবে ‘ব্লু ওয়াটার নেভি’।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم