গেইল-কেএল ঝড়ে উড়ে গেল কোহলির RCB

 

 ক্রিকেটপ্রেমীদের কাছে তিনি পরিচিত ‘ইউনিভার্সাল বস’ বলেই। আর কেন তিনি ‘ইউনিভার্সাল বস’ তারই প্রমাণ দিলেন বৃহস্পতিবার রাতে। কেএল রাহুলকে সঙ্গে নিয়ে ২২ গজে ঝড় বইয়ে দিলেন শারজায়। আর সেই ঝড়েই উড়ে গেল বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগের সাতটি ম্যাচে মাত্র একটি জয় ছিল কিংস ইলেভেন পাঞ্জাবের। তবুও ডাগ আউটে বসিয়ে রাখা হয়েছিল ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইলকে। ফলে পাঞ্জাব ফ্যানদের মধ্যে জমছিল অসোন্তোষ। এদিন তাঁরা মাঠে নামিয়ে দিল ক্রিস গেইলকে। আর তাতেই বাজিমাত করল কেএল রাহুলের দল। কোহলির বেঙ্গালুরুকে ৮ উইকেটে হারিয়ে তাঁরা চলতি আইপিএলে দ্বিতীয় জয় তুলে নিল। গেইল করলেন ৪৫ বলে ৫৩ রান, এরমধ্যে রয়েছে পাঁচটি বিশাল ছক্কা। অধিনায়ক লোকেশ রাহুল করলেন ৪৯ বলে ৬১ রান, তিনিও পাঁচটি ছয় মারলেন। কম যাননি মায়াঙ্ক আগরওয়ালও, তাঁর ব্যাট থেকে এল ২৫ বলে ৪৫ রান। ফলে হেসে খেলেই ম্যাচ বের করে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথমে ব্যাট করে আরসিবি তোলে ১৭১ রান। বিরাট কোহলি কিছুটা চেষ্টা করলেও বাকিরা কার্যত ব্যর্থ হলেন এদিন। ফিঞ্চ করলেন ২০ রান, পাডিক্কাল ১৮ রান। কোহলির ব্যাট থেকে এল ৩৯ বলে ৪৮ রান। শেষ দিকে শিভম দুবে (২৩) এবং ক্রিস মরিশ (৮ বলে ২৫) দ্রুত রান তুলে আরসিবি-কে লড়াইয়ের রান তুলে দিয়েছিলেন। কিন্তু গেইল ও রাহুল ঝড়ে শেষ পর্যন্ত হারতেই হল কোহলিদের।

ছবি আইপিএল টুইটার থেকে নেওয়া

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم