IPL শেষ হতেই বল গড়াবে ISL-এ

আগামী ১০ নভেম্বর শেষ হচ্ছে এবাবের আইপিএল। এর ঠিক দশদিন পর অর্থাৎ ২০ নভেম্বর আইএসএলের ঢাকে কাঠি পড়ছে। করোনা আবহেই হতে চলেছে এবারের আইএসএল হবে গোয়ায়। দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে খেলাগুলি। করোনার জেরে এবার প্রতিযোগিতার মাত্র একমাস আগেই ঘোষিত হল সূচি। আইএসএলের উদ্যোক্তা সংস্থা FSDL এবং ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) জানিয়েছে জৈব সুরক্ষা বলয়–সহ করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ মেনেই হবে এবারের টুর্নামেন্ট। তবে এবারের আইএসএল অনেকটাই আলাদা। এবারেই প্রথম আইএসএলে দেখা যাবে চিরন্তন ডার্বি। বাঙালির আবেগের ডার্বি এবারেই ১০০ বছরে পা দিতে চলেছে। আর দেশের সর্বোচ্চ লিগে এবারই প্রথম খেলবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। তবে ইস্টবেঙ্গল স্বনামে খেললেও মোহনবাগানের আগে যুক্ত হয়েছে কলকাতার আরেক আইএসএল ক্লাব এটিকে। তবুও ডার্বির জন্যই মুখিয়ে রয়েছেন দেশের সমস্ত ফুটবলপ্রেমী মানুষ। এবারই প্রথম ১১ দলকে নিয়ে হবে সপ্তম আইএসএল। শেষ মূহূর্তে কার্যত অসম্ভবকে সম্ভব করেই আইএসএলে নাম তুলেছে ইস্টবেঙ্গল। অল্প সময়ের মধ্যে তাঁরা কোচ হিসেবে নিয়ে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগের হাই প্রোফাইল ফুটবলার তথা প্রাক্তন লিভারপুল কিংবদন্তি রবি ফাওলারকে। ইতিমধ্যেই তিনি পুরো কোচিং স্টাফকে নিয়ে পৌঁছে গিয়েছেন গোয়ায়। ফলে এই একমাস পুরোদমে অনুশীলন করে মাঠে নামতে পারবে ইস্টবেঙ্গল।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم