প্রবল হৃদরোগে আক্রান্ত কপিলদেব

প্রবল হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি হলেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিলদেব। সবল ও রোগহীন মানুষ কপিলদেব। কিন্তু শুক্রবার সকালে হঠাৎই তাঁর বুক ব্যাথা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়। টিনা ঠাকরে নামমে এত ক্রিড়া সাংবাদিক সর্ব প্রথম এই খবর টুইটারে জানান। খবর জানার পরই সারা দেশেই ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়ে। জানা যায় যে প্রবল হৃদরোগে আক্রান্ত হয়েছেন হরিয়ানার হ্যারিকেন। দেরি না করে দুপুরের মধ্যে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্ট করা হয়।

আগামী ৪৮ ঘন্টা পার না হলে কপিল দেবের শারীরিক অবস্থা সম্পর্কে বলা সম্ভব নয় বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ১৯৭৮ সালে টেস্ট ক্রিকেটেই প্রথম আবির্ভাব কপিল দেবের। তরুণ সেই ফাস্ট বোলার ভারতীয় দলে ভরসা জুগিয়েছিলেন। জাতীয় দলে এসেই জানান দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার কপিল। তাঁর নেতৃত্বে প্রথম বিশ্বকাপ আসে ভারতে। ক্রিকেটপ্রেমীরা নবরাত্রিতে কপিলের সুস্থতা নিয়ে প্রার্থনা করছেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم