পশ্চিমবঙ্গের সঙ্গেই আগামী বছর তামিলনাড়ু বিধানসভার ভোট। তার আগেই কংগ্রেস ছাড়লেন অতীতের দক্ষিণী অভিনেত্রী খুশবু সুন্দর। সোমবারই দিল্লিতে বিজেপিতে যোগ দেবেন খুশবু, এমনই খবর। খুশবু পদত্যাগ করতেই সোমবারই তাঁকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছে কংগ্রেস। কংগ্রেস ছাড়ার পরই পুরনো দলকে আক্রমণ করে খুশবু বলেন, ‘দলে শীর্ষস্থানীয় কয়েকজন ইচ্ছামতো একনায়কতন্ত্র চালাচ্ছেন আর যাঁরা সত্যিই দলের জন্য কাজ করেন তাঁদের দমন করা হচ্ছে। তামিলনাড়ুতে নিজেদের ক্ষমতা বৃদ্ধির আপ্রাণ চেষ্টা করছে বিজেপি। ফলে খুশবুর বিজেপিতে যোগদান তাদের পক্ষে লাভই হবে। বিজেপির জোটশরিক তথা রাজ্যের শাসক দল এআইএডিএমকে আগেই ঘোষণা করেছে, আগামীবারও ভোটে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন বর্তমান মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী।
إرسال تعليق
Thank You for your important feedback