আইপিএলে রুদ্ধশ্বাস ম্যাচে জয়ী হল কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে পাঞ্জাবকে হারিয়েছে তারা। শনিবার টসে জিতে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক প্রথমে ব্যাট করতে পাঠান কিংস ইলেভেন পাঞ্জাবকে। পাঞ্জাবে খেলেননি ক্রিস গেইলস। একেবারে শেষ ওভারে কিংস ইলেভেন পঞ্জাবের দরকার ছিল ১৪ রান। ব্যাট করছিলেন গ্লেন ম্যাক্সওয়েল আর মনদীপ সিংহ। ষষ্ঠ বলে সাত রান দরকার ছিল পঞ্জাবের। কিন্তু ম্যাক্সওয়েলের শট পড়ে সীমানার মধ্যেই। দুই রানে জিতে যায় কেকেআর। গোড়ায় যেভাবে শুরু করেছিলেন দুই ওপেনার তাতে ক্রমেই কঠিন হয়ে যাচ্ছিল কেকেআরের জন্য। কিন্তু কম রানেই পরপর ব্যাটসম্যানরা ফিরে যাওয়ায় ম্যাচে ফেরে কেকেআর। জয়ের জন্য কেকেআরের সামনে ছিল ১৬৫ রানের লক্ষ্য। দীনেশ কার্তিক মাত্র ২২ বলে চার ও দুটো ছয় মেরে পৌঁছন অর্ধশতকে। ছয় উইকেটে ১৬৪ তোলে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর অধিনায়ক ২৯ বলে করেন ৫৮।
إرسال تعليق
Thank You for your important feedback