মদও ইস্যু বিহার ভোটে

বিহারে বুধবার সকাল থেকে ভোট শুরু হয়েছে। সতর্কতা এবং সাবধানতা নিয়েই ভোট দিচ্ছেন প্রথ ৭১ আসনের ভোটাররা। দেখা যাচ্ছে নানান মজার ছবিও, সাইকেল করে ভোট দিতে আসছেন মন্ত্রীও। অন্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ যখন জানাচ্ছেন, উন্নয়ন করেছে বর্তমান সরকার তাই জয় অনিবার্য। জাতপাত তো বটেই ইস্যু হচ্ছে জল, বিদ্যুৎ ইত্যাদি। কিন্তু তাই বলে সুরাপানের ইস্যু? না, কোনও নেতা সুরা বা মদ্যপান নিয়ে ভাষণ দেননি। বরং নীতীশ কুমারের বিহার থেকে মদ বিদায় নিয়ে প্রচার হয়েছে। কিন্তু প্রকাশ্যে না হলেও গোপনে সুরা বিদায়ের পক্ষে আওয়াজ উঠেছে। বিহারে মদের ব্যবসা ছিল মূলত যাদব ও রাজপুতদের। ব্যবসা বন্ধ হওয়াতে এরা বিস্তর চটেছে। কাজেই নেতিবাচক হলেও এটিও একটা ইস্যু।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم