খোঁজ মিলল ১ লাখ ৭০ হাজার বছরের হারানো নদীর

 

রাজস্থানের বিকানেরের কাছে থর মরুভূমিতে নদীর প্রমাণ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এই নদীর বয়স ১ লাখ ৭০ হাজার বছর। সেইসময়. এই নদীই ছিল এই অঞ্চলের অধিবাসীদের জীবনরেখা।
কোয়ার্টার্নারি সায়েন্স রিভিউ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে মধ্য থর মরুভূমিতে প্রাচীনতম নদীর গতিপথের কথা বলা হয়েছে। কলকাতার আইআইএসইআর, জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ও তামিলনাডুর আন্না বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় দেখা গিয়েছে, প্রস্তর যুগে এখানে যে মানুষরা বাস করতেন, সেই থর মরুভূমি ছিল একেবারেই আলাদা।

 এখন যে নদী বিকানেরের কাছে বইছে, তার থেকে অন্তত ২০০ কিলোমিটার দূরে ছিল একটি নদী। এখনকার নদী এবং শুকিয়ে যাওয়া ঘগ্গর-হারকা নদীর চরিত্র বিচার করেছেন বিজ্ঞানীরা। সেই নদী ছিল প্যালিওলিথিক জনগোষ্ঠীর জীবনপ্রবাহ, পরিযায়ীদের গুরুত্বপূর্ণ করিডর। স্যাটেলাইট  ছবিতে থর মরুভূমিতে হারিয়ে যাওয়া বহু নদীর প্রমাণ পাওয়া গিয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم