স্বচ্ছতা নিয়ে ভারতকে তোপ ট্রাম্পের, বললেন ‘ভারত নোংরা’

যতই আমেরিকার ভোট সামনে আসছে ততই খেই হারিয়ে বিতর্ক তৈরি করছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার হঠাৎই ভারতের সঙ্গে সুসম্পর্ক ভুলে ফের বেচাল হলেন তিনি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পদপার্থী প্রতিপক্ষ জো বাইডেনের সঙ্গে এক বিতর্কসভায় তীব্র আক্রমণ করে বসলেন নরেন্দ্র মোদি এবং ভারতকে। শুধু ভারতই নয় ট্রাম্পের আক্রমণের লক্ষ্য ছিল চিন ও রাশিয়াও। ট্রাম্প বলেন, ‘চিনকে দেখুন কি নোংরা একটি দেশ | রাশিয়া ও ভারতকে লক্ষ করুন কি দূষিত নোংরা, বাতাসও দুষণগ্রস্ত’। পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে ভারতের দায়বদ্ধতা নিয়েও খোঁচা দিয়েছেন তিনি। তবে এবারই প্রথম নয়, এর আগেও ভারত নিয়ে নানান বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি মাসের গোড়ায় বাইডেনের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প প্রশ্ন তুলেছিলেন ভারতে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা নিয়েও।
এবার স্বচ্ছ ভারত মিশন নিয়ে মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বসলেন। বিশ্ব উষ্ণায়ন নিয়ে ভারতের ভূমিকা নিয়েও কটাক্ষ করলেন ভারতকে। আসলে ট্রাম্পের ক্ষোভের কারণ সম্ভবত অর্থনীতিতে ভারতের ভূমিকা নিয়ে। অতিরিক্ত আমদানি শুল্ক বসিয়ে আন্তর্জাতিক মুক্ত বাণিজ্যের পরিপন্থী আচরণ করছে ভারত বলে আগেই দাবি করেছিলেন ট্রাম্প। অথচ দাবি করেন তিনি ভারতের বন্ধু। ভারত সফরের সময় তাঁর জন্য এলাহি আয়োজন করেন নরেন্দ্র মোদি। কিন্তু দেশে ফিরে কোনও সুযোগ পেলেই ভারতকে গাল-মন্দ করতে পিছপা হন না ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর বিতর্কিত মন্তব্যের পরই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم