মহারাষ্ট্রে তদন্ত করতে হলে রাজ্যের অনুমতি নিতে হবে সিবিআইকে


সিবিআইকে মহারাষ্ট্রে তদন্তের ঢালাও অনুমতি প্রত্যাহার করে নিল উদ্ধব ঠাকরের সরকার। এখন থেকে মহারাষ্ট্রে কোনও মামলার তদন্ত করতে হলে সিবিআইকে রাজ্য সরকারের অনুমতি বাধ্যতামূলক। ফলে বিজেপির সঙ্গে নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গ সহ একাধিক বিরোধী শাসিত রাজ্যে সিবিআইয়ের ওপর থেকে তদন্তের সাধারণ সম্মতি তুলে নিয়েছে। ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান সিবিআইকে তদন্তের আগে তাদের সম্মতি বাধ্যতামূলক করেছে। এর জেরে ইচ্ছেমতো তদন্ত করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। উত্তরপ্রদেশে দায়ের করা অভিযোগের ভিত্তিতে বার্কের টেলিভিশন রেটিং কেলেঙ্কারির তদন্তে সিবিআই মামলা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অভিযোগের পর যোগী আদিত্যনাথের সরকার সিবিআই তদন্ত চাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্র তা অনুমোদন করে। মুম্বই পুলিশ তিনটি চ্যানেলের বিরুদ্ধে এনিয়ে তদন্ত চালাচ্ছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তেও বিহার থেকে দায়ের করা মামলায় সিবিআই মহারাষ্ট্রে তদন্ত করছে। তা নিয়ে মহারাষ্ট্র সরকার আর বিহার সরকারের মধ্যে তীব্র বিতর্কও হয়েছিল।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم