আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনা সংক্রমণে ভারত এক নম্বরে থাকা আমেরিকাকে ছাপিয়ে যাবে। উৎসবের মরসুমে সংক্রমণ বেলাগাম হবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। গোড়ার দিকে করোনা মোকাবিলা ভালোভাবে করলেও আগস্টের শেষে ১০ দিনের ওনাম উৎসবের পর সংক্রমণ পাঁচগুণ বেড়ে গিয়েছে। ওনামের জেরে তিনমাসে কেরলের সংক্রমণ ৫ হাজার থেকে বেড়ে ৩ লাখ হয়েছে। সামনে দুর্গাপুজো, রামনবমী, নভেম্বরের মাঝামাঝি দেওয়ালি। লোকের ভিড় ঠেকানো প্রায় অসম্ভব। এই সময় ছোট দোকানিরাও রোজগারের আশায় রয়েছেন। খুলে গিয়েছে মল, বাজার। পশ্চিমবঙ্গে এবার সর্বজনীন পুজো বেড়েছে। করোনা প্রেক্ষিতে সবাইকে সতর্ক থাকতে বলেছেন সব বিশেষজ্ঞই। শীত ও দূষণে মৃত্যুর হার আরও বাড়বে বলেই তাঁদের পূর্বাভাস। এদিকে, দেশে নতুন সংক্রমণ হয়েছে ৬৩,৩৭১, মারা গিয়েছেন ৮৯৫ জন। মোট সংক্রমিত এখন ৭৩,৭০,৪৬৯।সুস্থ হয়েছেন ৬৪,৫৩,৭৮০। এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপরই কর্নাটক, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ।
إرسال تعليق
Thank You for your important feedback