মুক্তি পেয়ে কাশ্মীরে ৩৭০ ফেরানোর দাবি মেহবুবার

 

 ১৪ মাস পর জেল থেকে ছাড়া পেয়ে কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনার জন্য তাঁর লড়াই চালিয়ে যাওয়ার কথা জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাঁর গ্রেফতার নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির দুইদিন আগে মঙ্গলবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। তাঁর ওপর জারি করা জাতীয় নিরাপত্তা আইনও তুলে নেওয়া হয়েছে। মুক্তির পর টুইটে অডিও বার্তায় তাঁর কথা, ৫ আগস্টের কেন্দ্রের ঘোষণা দিনেদুপুরে ডাকাতি। ওইদিন জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার বিলোপ করেছিল কেন্দ্র।রাজ্যকে দুটি আলাদা অঞ্চলে ভাগ করা হয়েছিল। যা অবৈধভাবে ও অসাংবিধানিকভাবে কেড়ে নেওয়া হয়েছে, তা ফেরানোর জন্য শপথ নেওয়া হয়েছে। তিনি কাশ্মীরের বিভিন্ন জেলে বন্দি কাশ্মীরীদের মুক্তির দাবিও জানিয়েছেন। তাঁর মুক্তিকে স্বাগত জানিয়েছেন আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ৩৭০ ধারা লোপের পর ওমর এবং তাঁর বাবা ফারুক আবদুল্লাকেও গ্রেফতার করা হয়েছিল।

2 تعليقات

Thank You for your important feedback

  1. এই গিমা টা আগাগোরাই দেশ বিরোধী, এটাকে fuckস্তানে পাঠিয়ে দেওয়া দরকার

    ردحذف

إرسال تعليق

Thank You for your important feedback

أحدث أقدم