গোল করার দিক থেকে দক্ষিণ আমেরিকার ফুটবল টিমগুলোর মধ্যে এখন সবার চেয়ে এগিয়ে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। ব্রাজিলের হয়ে তিনি সব মিলিয়ে ৭৭টি গোল করেছেন। বিশ্বকাপ বাছাই খেলায় দক্ষিণ আমেরিকার বাকি ১০টি দেশের আর কেউ তাঁর সেই রেকর্ড ভাঙতে পারেনি। অথচ পেলে ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন সেই ১৯৭১ সালে। প্রায় ৫০ বছর হতে চলল। এতদিনে পেলের সবচেয়ে বেশি গোল করার সেই রেকর্ডটি ভাঙার প্রায় কাছাকাছি চলে এসেছেন লিওনেল মেসি। তিনি আর্জেন্টিনার জার্সি গায়ে এপর্যন্ত ৭১টি গোল করেছেন। আর ৬টি গোল করতে পারলে তিনি পেলের সবচেয়ে বেশি গোল করার রেকর্ডকে ছুঁয়ে ফেলতে পারবেন। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে ৭২টি গোল করে সর্বোচ্চ গোল করার দিক দিয়ে দশম স্থানে রয়েছেন ভারত দলের অধিনায়ক সুনীল ছেত্রি। মেসি যদি বলিভিয়ার বিপক্ষে ২টি গোল করেন তাতে করে তিনি এককভাবে ১০তম স্থানটি নিজের দখলে নিতে পারবেন।
إرسال تعليق
Thank You for your important feedback