সুরার চেয়ে কোকাকোলা আগে মেক্সিকোতে

 

ইউরোপ, আমেরিকা সুরাপানের জন্য খ্যাত। ঠান্ডার দেশে গরম পানীয় বলেই ধারণা হলেও সম্প্রতি জানা গিয়েছে যে শুধু গরম নয় ঠান্ডা পানীয়ের বাণিজ্যিক স্রষ্টা ওই আমেরিকা বা ইউরোপ। সারা বিশ্বের ঠান্ডা দুই পানীয় সংস্থার প্রস্তুতকারক মার্কিন মুলুক| অবাক বিষয় এই যে, আমেরিকার কোক বা পেপসির সুবিশাল বিক্রি তাদের বিরোধী দেশ চিন। কিন্তু আমেরিকান ব্রেভারজ সম্প্রতি এক সমীক্ষায় জানতে পেরেছে, চিন কিংবা ভারতের মতো বড়ো দেশ থাকতেও কোকের বিক্রি সবচাইতে বেশি মেক্সিকোয়। তারা জানাচ্ছে, তাদের কোকাকোলা কোম্পানির জন্ম ১৮৯২র ২৯ জানুয়ারি, তখন থেকে আজ অবধি মেক্সিকানরাই সবথেকে কোকাকোলা খেয়ে থাকেন। মেক্সিকোয় আমেরিকার থেকেও বেশি সুরার দোকান, সুরাপান প্রায় ৭০ শতাংশ ১৬ উর্ধ মানুষ করে থাকেন। কিন্তু সব বয়সের জনতা কোক খেয়ে থাকেন। সে দেশে চিয়াপাতে জনপ্রতি মানুষ প্রতিদিন ২.২ লিটার কোক খেয়ে থাকে। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم