তামিলনাড়ুর নীলগিরির মূদুমালায়ে মিঠুন চক্রবর্তী সহ বহু সেলিব্রেটির রিসর্ট আছে। সেখানে হাতি চলাচলে অসুবিধা হচ্ছিল বলে রিসর্ট ভেঙে ফেলার আবেদন নিয়ে তৎকালীন সরকার মাদ্রাজ হাইকোর্টে মামলা করে ২০১১ সালে। হাইকোর্ট আদেশ দেয় রিসর্টগুলি ভেঙে ফেলার জন্য।এই রায়কে চ্যালেঞ্জ করে মিঠুন সহ বাকিরা সুপ্রিম কোর্টে আবেদন করেন। বুধবার উচ্চ আদালত, মাদ্রাজের রায়েকেই বহাল রাখে। মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছিল, সরকারের পূর্ণ ক্ষমতা আছে হাতি চলাচলের জন্য (এলিফ্যান্ট করিডর) ওই এলাকা চিহ্নিত করতে পারবে। বুধবার ওই রায় বহাল রাখতে গিয়ে উচ্চ আদালতের প্রধান বিচারপতি এস এ বোবদে জানান, ওই এলাকা বাস্তুযোগ্য নয়, সুতরাং মানুষের উচিত হাতিদের জন্য রাস্তা তৈরি করে দেওয়া।
إرسال تعليق
Thank You for your important feedback