NSC তে টাকা জমানো উচিতঃ মোদি

 

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট একটি পোস্টঅফিস প্রকল্প। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পে প্রায় সাড়ে আট লক্ষ টাকা রেখে ভালো সুদ পেয়েছেন। তিনি উপদেশ দিয়েছেন, এখানেই টাকা রাখা উচিত। আজকাল অবসরের পরে অনেকেই বিভিন্ন স্কিমে টাকা রাখেন। দিনদিন সুদ কমছেও ব্যাপক। অতএব পোস্ট অফিসে টাকা রাখা নির্ভযোগ্য। প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী, NSC তে এখন ৬.৮ শতাংশ বার্ষিক সুদের হার যুক্ত হয় প্রতিবছর এবং ৫ বছর বাদে সুদ সমেত আসল ফেরত পাওয়া যায়। পাশাপাশি বাণিজ্যিক সংস্থাকে বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে সুদ কমিয়ে ঋণ দেওয়া হচ্ছে। কাজেই আমজনতার ফিক্সড ডিপোজিটের সুদ কমছে। এখন পোস্ট অফিসে টাকা রাখাই বাঞ্ছনীয় বলেই ধারণা প্রবীণ নাগরিকদের।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم