ভাগ্য সঙ্গে ছিল না, জানালেন ধোনি

হতাশা অনেকটাই গ্রাস করেছে ক্যাপ্টেন কুল-কে। IPL থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। কিন্তু এটার জন্য কাউকে দায়ী না করে তিনি বলছেন, ‘একজন অধিনায়ক কখনোই পালাতে পারেন না’। তবে ধোনি এরজন্য ভাগ্যকেও দায়ী করেছেন। তাঁর কথায়, ‘যখন ব্যাটিং চেয়েছি তখন টস জিততে পারিনি, আবার ভেবেছি মাঠে শিশির পড়বে তখন আবহাওয়া শুষ্ক পেয়েছি’। অর্থাৎ ভাগ্যের দোষেই নাকি এবার আইপিএলে খারাপ পারফর্মেন্স হয়েছে চেন্নাইয়ের। তবুও মাহি চাইছেন আইপিএলের শেষ ম্যাচগুলি জিততে। তিনি বলেছেন, দলে বয়স সমস্যা করেনি, ভাগ্য সাথে ছিল না। আগামী ম্যাচ যাই হোক জিততে হবে আমাদের। আগামী বছর যাতে দল ভালো খেলে তার প্রস্তুতি নিতে হবে আগে থেকেই। চেন্নাই দলের মালিক তথা প্রাক্তন বোর্ড সাভাপতি এস শ্রীনিবাসানের প্রিয়পাত্র ধোনি যে আগামী বাছরও খেলতে চাইছেন তার আগাম বার্তা দিয়ে রাখলেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم