শুক্রবার সাত সকালেই চাঞ্চল্য জয়নগর থানা এলাকার রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন স্থানীয় গোডাবর-ছানাগুড়ি খালের ধারে এক মহিলার মুণ্ডহীন দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর দেওয়া হয় জয়নগর থানায়। পুলিশ এসে তন্ন তন্ন করে এলাকায় মুণ্ডটির খোঁজ শুরু করে। পরে খালের জল থেকেই উদ্ধার হয় কাটা মুণ্ড। খবর জানাজানি হতেই প্রচুর মানুষ ভিড় করেন ওই এলাকায়। তবে স্থানীয়রা দেহটি শনাক্ত করতে পারেননি। ফলে পুলিশের অনুমান, এই মহিলাকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা। তবে স্থানীয়দের অনুমাণ, ধর্ষণ করেই খুন। তবে কেন ধড় ও মুণ্ড আলাদা করা হল সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেহ ও মুণ্ড উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলার বয়স তিরিশের কোটায় এবং রাতেই তাঁকে খুন করে এখানে ফেলা হয়েছে। মহিলার পরিচয় জানার চেষ্টা করছে জয়নগর থানার পুলিশ। পরিচয় জানতে পারলেই রহস্যভেদ সম্ভব বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।
إرسال تعليق
Thank You for your important feedback