সেনাদের স্মরণে দেওয়ালিতে দিয়া জ্বালানঃ মোদি

এবার সেনাদের স্মরণে প্রদীপ জ্বালানোর কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মন কি বাত-এ তিনি বলেছেন, আগে দুর্গাপুজোর সময় প্যান্ডেলে বহু লোকের ভিড় হত। মেলার পরিবেশ থাকত। এবার তা হয়নি। দশেরাতেও সংযম পালন করতে বলেন মোদি। দশেরা ধৈর্যের সঙ্গে সঙ্কটের সংগ্রাম। করোনা আবহে আগামী উৎসবগুলিতেও নিয়মবিধি মানতে হবে। এরই পাশাপাশি মোদির দাবি, বিভিন্ন জ্যোতির্লিঙ্গ ও শক্তিপীঠ ভারতকে এক সূত্রে বেঁধেছে।ভক্তি আন্দোলনই ভারতকে এক করেছে। কেরলের আদি শঙ্করাচার্য দেশের চার কোণে চারটি মঠ বানিয়েছিলেন। গিয়েছিলেন শ্রীনগরেও। ভারতের নানা দেশজ শিল্প ও ক্রীড়ার কথা উল্লেখ করে মোদি বলেন, দেশে নানা ধরনের মার্শাল আর্ট রয়েছে। প্রাচীন মালখাম্ব আমেরিকায় জনপ্রিয় হয়েছে। এছাড়াও ২০ টি দেশে মালখাম্ব জনপ্রিয়তা পাচ্ছে। তার বিশ্ব প্রতিযোগিতাও হচ্ছে। আয়ুর্বেদও দুনিয়ার নজর কেড়েছে। মেক্সিকো সহ বিশ্বের নানা দেশে বাড়ছে খাদির জনপ্রিয়তা।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم