নারকোটিক্স কনট্রোল ব্যুরো বলিউড পরিচালক করন জোহরের বাড়িতে ২০১৯ সালের যে পার্টি হয়েছিল, সেখানো কী কী হয়েছিল, সেই বিষয়টি পুনরায় খতিয়ে দেখতে চাইছেন। যে পার্টিতে দীপিকা পাডুকোন, রনবীর কাপুর, মালাইকা আরোরা, ভিকি কৌশল, জোয়া আখতার, অর্জুন কাপুরষ শহীদ কাপুর, বরুন ধাওয়ান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এনসিবি এদের ভূমিকা খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে। ২০১৯ সালের সেই ভিডিও গুরুত্বসহকারে দেখতে চান তদন্তকারীরা। সুশান্তের মৃত্যু মামলায় ড্রাগ যোগের বিষয়টিও তদন্ত করে দেখতে চাইছেন তিনি। করন জোহরের বাড়ির পার্টিতে যারা ছিলেন তাদের প্রত্যককেই সমন পাঠান হতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। দিল্লির প্রাক্তন বিধায়ক মনজিন্দর সিং পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এনসিবির কাছে। করনের বাড়িতে ড্রাগ পার্টি চলত বলে তিনি অভিযোগ করেছেন।
إرسال تعليق
Thank You for your important feedback