ফেল করা ছাত্র আসলে ফার্স্ট বয় ! এমনই বিচিত্র কাণ্ড ঘটেছে এবারের NEET 2020 পরীক্ষার রেজাল্টে। সম্প্রতি এই পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। তাতে দেখা যাচ্ছে, এবারের NEET পরীক্ষায় ফেল করেছিল মৃদুল রাওয়াত। কিন্তু সেই মার্কশিট চ্যালেঞ্জ করলে দেখা যায়, আসলে মৃদুল হয়েছে সর্বভারতীয় স্তরে প্রথম (First)। তার উত্তরপত্র নতুন করে পরীক্ষা করে এখন ঘোষণা করা হয়েছে, সে সারা দেশের তফশিলি উপজাতি পরীক্ষার্থীদের মধ্যে প্রথম হয়েছে মৃদুল। রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার গঙ্গাপুরের বাসিন্দা ১৭ বছরের মৃদুল। প্রথম রেজাল্টে সে ৭২০ নম্বরের মধ্যে পেয়েছিল ৩২৯। নতুন করে যাচাইয়ের পর তার নম্বর দাঁড়িয়েছে ৬৫০। তার সর্বভারতীয় সাধারণ ক্যাটাগরির র্যাঙ্ক হয়েছে ৩,৫৭৭। কিন্তু দ্বিতীয় মার্কশিট হাতে পেয়ে মৃদুল দেখে ভুল রয়েছে তাতেও। তাতে ৬৫০ নম্বর দেওয়া হলেও সংখ্যা লেখা হয়েছে ৩২৯। এবারই NEET-এ ২ জন একোশয় একশো পেয়েছে, ওডিশার সোয়েব আফতাব আর দিল্লির আকাঙ্ক্ষা সিং। কিন্তু টাইব্রেকার পদ্ধতিতে প্রথম ঘোষণা করা হয়েছে আফতাবকেই।
إرسال تعليق
Thank You for your important feedback