শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আবারও আদলতে হাজিরা এড়ালেন সদ্য তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ পাওয়া ছত্রধর মাহাতো। শুক্রবারও তাঁর কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থ বলে এদিনও আদালতে জাননি জঙ্গলমহলের এই তৃণমূল নেতা। উল্লেখ্য, ২০০৯ সালের বাঁশতলায় রাজধানী এক্সপ্রেস আটকানো এবং চালককে অপহরণ মামলায় এদিন ব্যাঙ্কশাল আদালতে হাজিরা ছিল ছত্রধর মাহাতোর। ঘটনার পুনর্তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। এর আগে তদন্তকারীরা দুবার জেরা করেছে ছত্রধরকে। তবে শুধু রাজধানী এক্সপ্রেসের ঘটনাই নয়, ওই বছরই ১৪ জুন লালগড়ে সিপিএম নেতা প্রবীর মাহাতোকে খুনের ঘটনাও নতুন করে তদন্ত শুরু করেছে এনআইএ। অপরদিকে ছত্রধরও এই তদন্তের যৌতিকতা নিয়ে পাল্টা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কিন্তু ব্যাঙ্কশাল আদালতে এরপর থেকেই হাজিরা এড়াচ্ছেন একদা জঙ্গলমহলের নায়ক ছত্রধর। প্রথমে কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে কোভিড মুক্ত হয়েও তিনি গেলেন না আদালতে। ফলে যথেষ্টই ক্ষুব্ধ জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবার তাঁরা আরও কড়া আইনি পদক্ষেপের কথা ভাবছেন। প্রয়োজনে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হতে পারে এনআইএ-র তরফে।
إرسال تعليق
Thank You for your important feedback