কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর নির্মলার

 

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দরাজহস্ত হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মূলত তাদের জন্যই সোমবার দুটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন তিনি। একটি এলটিসি ক্যাশ ভাউচার স্কিম, অন্যটি বিশেষ উৎসব অগ্রিম। বাজারে চাহিদা এবং জিডিপি বাড়াতেই এই সিদ্ধান্ত, দাবি সীতারমনের। কর্মচারীরা লিভ এনক্যাশমেন্টের টাকা এবং টিকিটের দামের তিনগুণ নগদে পেতে পারেন। সেই টাকা দিয়ে ১২ শতাংশ বা তার বেশি জিএসটি আছে এমন জিনিস কিনতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সব লেনদেনই হতে হবে ডিজিটাল। টাকা নেওয়ার সময় জিএসটি ইনভয়েস দেখাতে হবে। এর অর্থ, যেসব কেন্দ্রীয় সরকারি কর্মচারী এলটিসি পেতে পারেন তাঁরা ভ্রমণের খরচের বদলে লিভ এনক্যাশমেন্টের টাকা দাবি করতে পারেন। সেই টাকা খরচ করবেন নির্দিষ্ট খাতে। এই সুবিধা কর্মচারীরা নিলে সরকারের খরচ হবে প্রায় ৫,৬৭৫ কোটি টাকা খরচ হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের ধরলে খরচ হবে আরও ১,৯০০ কোটি টাকা। নির্মলার হিসেব, অর্ধেক রাজ্যও যদি এই সুবিধা দেয়, তবে এই স্কিমে ২৮ হাজার কোটি টাকার বেচাকেনা হবে বাজারে। অন্যদিকে, কর্মচারীদের আগামী ৩১ মার্চ পর্যন্ত ১০ হাজার টাকার বিশেষ অগ্রিম উৎসব ভাতা প্রিপেড রুপে কার্ড হিসেবে দেওয়া হবে। ষষ্ঠ বেতন কমিশন এই অগ্রিম বাতিল করে দিয়েছিল। এরইসঙ্গে রাজ্যগুলির নতুন বা চালু মূলধনী ব্যয়ের জন্য ৫০ বছরের জন্য বিনা সুদে ঋণ দেবে ১২ হাজার কোটির। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم