সমুদ্র সৈকতে নোরা ফাতেহির নাচ ভাইরাল

 

সমুদ্র সৈকতে মরোক্কান সুন্দরী তথা বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সমুদ্র সৈকতে নাচতে দেখা গেল তাকে। তবে তিনি কার সঙ্গে নাচছেন তা জানা যায়নি। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তা নোরা নিজের নাচের সেই ভিডিও পোস্ট করেছেন। যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই প্রথম নয় , এর আগেও বাটলা হাউসের সাকি সাকি গানে বেলি ডান্স করে ঝড় তুলে দিয়ছিলেন নোরা। ফায়ার ডান্সিংয়ের সেই ছবি সেবারও নিজেই পোস্ট করেছিলেন অভিনেত্রী।তবে শুধু নাচ নয়। মার্শাল আর্টেও সমান দক্ষ এই অভিনেত্রী।

 
 
View this post on Instagram
 

Aaaayyyy issa vibe 🔥 🔥 #livingmybestlife @marcepedrozo 😄😄

A post shared by Nora Fatehi (@norafatehi) on

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم