নানকের জন্মদিন পালন করবে পাকিস্তান

 

 শিখগুরু নানক দেবের ৫৫১ তম জন্মবার্ষিকী পালন করবে পাকিস্তান। নভেম্বরের ২৮ থেকে ৩০ তারিখ হবে এই উৎসবের আয়োজন করা হবে, বৃহস্পতিবার জানিয়েছে পাক বিদেশমন্ত্রক। প্রতিবছর ভারত ও অন্যান্য দেশ থেকে লাখ লাখ পূণ্যার্থী পাকিস্তানের জন্মস্থান নানকানা সাহিবে আসেন। পাঞ্জাবের এই জায়গায়তেই শিখগুরুর জন্ম। তবে এবার করোনার জন্য ভিড় অনেক কম হবে। করোনার মধ্যেই ২৯জুলাই পাকিস্তান কর্তারপুর করিডর খুলে দিয়েছে। তবে ভারত তাদের সীমান্ত খোলেনি। এই করিডর দিয়ে ভিসা ছাড়াই পূণ্যার্থীরা পাকিস্তানের কর্তারপুর সাহিব গুরদ্বারায় যেতে পারেন। ১৬ মার্চ করিডরটি বন্ধ হয়ে যায়। ভারত জানিয়েছে, করোনা প্রোটোকল মেনেই করিডর খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم