অনুরাগ মামলায় রাষ্ট্রপতির দ্বারস্থ পায়েল

 

অভিনেত্রী পায়েল ঘোষ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এবার পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে সেটির ছবিও শেয়ার করেছেন তিনি। পরিচালকের বিরুদ্ধে ভার্সোভা থানায় অভিযোগ জানানোর পরও উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন পায়েল। তাই রাষ্ট্রপতির কাছ ন্যায়বিচার চেয়ে এই মামলায় হস্তক্ষেপ করার কথা বলেছেন তিনি। তদন্ত সঠিক পথে এগোচ্ছে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নিজের এই টুইটটি পিএমও-কে ট্যাগ করেছেন তিনি। পায়েল আরও উল্লেখ করেছেন দরিদ্র কোন দরিদ্র ব্যক্তি যদি অপরাধ করে তবে তাকে অবিলম্বে গ্রেফতার করা হত। তবে তাঁর ক্ষেত্রে অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় সে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। ভুক্তভোগী হয়েও তিনি বিভিন্ন দরজায় কড়া নাড়ছেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم