ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল নরেন্দ্র মোদির এনডিএ সরকার। ভারতের প্রত্যন্ত গ্রামীণ এলাকাকেও ডিজিটাল সুযোগ সুবিধার আওতায় আনতে প্রধানমন্ত্রী সূচনা করলেন স্বামীত্ব প্রকল্প। এই প্রকল্পের আওতায় দেশের প্রায় এক লাখ মানুষ পাবেন প্রপার্টি কার্ড। মূলত প্রত্যন্ত অঞ্চলের পরিবারকেও প্রথমে দেওয়া হবে এই কার্ড। এই কার্ডের মাধ্যমে তাঁরা তাঁদের জমিজমা ও সম্পত্তি অর্থনৈতিক লগ্নী হিসেবে ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ঋণ নেওয়া ও অন্যান্য অর্থনৈতিক সুবিধা ভোগ করা সম্ভব। এই কার্ড থাকলে কোনও ব্যাঙ্কই আর গ্রামের বাসিন্দাদের ঋণ দিতে অস্বীকার করতে পারবে না।
भारत के गांवों के लिए जितना काम पिछले 6 वर्षों में किया गया है, उतना आजादी के छह दशकों में भी नहीं हुआ।
— Narendra Modi (@narendramodi) October 11, 2020
इतिहास बताता है कि गांव और गरीब को अभाव में रखना कुछ लोगों की राजनीति का आधार रहा है। हमने गरीबों को अभाव से मुक्ति का अभियान चलाया है। #SampatiSeSampanta pic.twitter.com/tPeGSTVVBL
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘এই প্রপার্টি কার্ড হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরুর মাধ্যমে আত্মনির্ভর ভারতের দিকে আরও একটি ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হল’। অনেকটা আধারের মতো এই কার্ড। এটি চালু হলে গ্রামের কোনও মানুষ সম্পত্তি ও জমির মালিকানা থেকে বঞ্চিত হবেন না বলে দাবি কেন্দ্রীয় সরকারের। জানা গিয়েছে, ২০২৪ সালের মধ্যে প্রপার্টি কার্ড দেশের প্রায় সাড়ে ছয় লক্ষ গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। রবিবার প্রধানমন্ত্রী এক ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এই কার্ডের সূচনা করেন। এরপরই দেশের ৭৬৩ গ্রামের অন্তত এক লাখ মানুষের মোবাইলে এসএমএস লিংক পৌঁছে যায়। এই লিঙ্কে ক্লিক করেই তাঁরা তাঁদের প্রপার্টি কার্ড ডাউনলোড করতে পারবেন। উল্লেখ্য ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েতরাজ দিবসে স্বামীত্ব যোজনা প্রকল্পের ঘোষণা করেছিলেন মোদি। সেদিনই তিনি জানিয়েছিলেন এই কার্ডের কথা। আপাতত ছটি রাজ্য এই প্রকল্পে সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে প্রপার্টি কার্ড তৈরি করছে।
إرسال تعليق
Thank You for your important feedback