প্রভাস-দীপিকা-অমিতাভ এবার এক ছবিতে

 

এবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে প্রভাস, দীপিকা পাড়ুকোন ও বিগ বি-কে। বৈজয়ন্তী মুভিস খবরটি সোশাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করেন বিগ বি-র ছবিতে থাকার কথা। একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবিটি। লকডাউনের সময়ই নতুন ছবির কথা জানিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক নাগ অশ্বিন। প্রভাস দীপিকা জুটির কথা আগেই জানিয়েছিলেন, এবার সেই তালিকায় বলিউডের শাহেনশার নাম যোগ হওয়ায় প্রত্যাশা আরও বেড়ে গেল দর্শকদের।

সোশাল মিডিয়ায় এই ছবির ঘোষণার পরই একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে অমিতাভ অভিনীত কুলি, অমর আকবর অ্যান্টনি সহ বেশ কিছু অমিতাভ অভিনীত ছবির কোলাজ দেখানো হয়েছে। অন্যদিকে অভিনেতা প্রভাসও নিজের ইন্সটাগ্রামে এই বড় ঘোষণা করে লিখেছেন, অবশেষে তাঁর স্বপ্নপূরণ হতে চলেছে। এই ছবির অংশ হতে পেরে আপ্লুত বিগ বি নিজেও, টুইটে জানিয়েছেন তিনি। ছবির কাস্ট রেডি হলেও নাম এখনও ঠিক হয়নি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم