ক্লাস ইলেভেনে উঠলেই ছাত্রছাত্রীকে বিভাগ বা স্ট্রিম বাঁচতে হয়। অবশ্যই সেরাদের প্রথমে সুযোগ দেওয়া হয়ে বিজ্ঞান শাখায়। আর যত সমস্যা এই বিভাগেই ভুগতে হচ্ছে ছাত্রছাত্রীদের। করোনা আবহে বন্ধ স্কুল-কলেজ। তাই ইদানিং ভার্চুয়াল ক্লাস হচ্ছে। এতে অসুবিধা নেই অঙ্ক কষতে বা পদার্থ বিজ্ঞান পড়তে। কিন্তু যত সমস্যা প্র্যাক্টিক্যাল ক্লাস নিয়ে। ফিজিক্স বা কেমিস্ট্রি ল্যাবরেটরির সাহায্য পাচ্ছে না কোনও ছাত্রচাত্রীই। বিশেষ করে কেমিস্ট্রি নিয়ে সমস্যা বেশি। এটি এমন একটি বিষয়, যেখানে অ্যাসিড বা আইসোটোপ নিয়ে হাতে-কলমে পরীক্ষা করতে হয় পড়ুয়াদের। ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বিজ্ঞান শাখার চাপ কমালেও কেমিস্ট্রি নিয়ে সমস্যা থাকবেই বলে মনে করছেন শিক্ষা মহলের সঙ্গে যুক্তরা। কারণ এর পড়তে পড়তে রয়েছে রসায়ন। কাজেই চিন্তা থাকছেই।
إرسال تعليق
Thank You for your important feedback