কেন্দ্রীয় কর্মচারীদের উৎসব বোনাস

 

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উৎসব বোনাস ঘোষণা করল সরকার। বুধবার বোনাসের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রায় ৩০ লক্ষ নন গেজেটেড কেন্দ্রীয় সরকারি কর্মী প্রোডাক্টিভিটি ও নন প্রোডাক্টিভিটি বোনাসের সুবিধা পাবেন। সরকারের খরচ হবে ৩ হাজার ৭৩৭ কোটি টাকা। এক লপ্তেই টাকা দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই বোনাসের টাকা কর্মীদের হাতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা-লকডাউনের জেরে অর্থনীতি ধুঁকছে।এই অবস্থায় সরকারি কর্মীদের বোনাস এ বছর দেওয়া হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। ২২ অক্টোবর অবরোধের হুমকি দিয়েছিলেন রেলকর্মীরা। তার আগের দিনই বোনাস ঘোষণা করল কেন্দ্র। রেল, ব্যাঙ্ক, পোস্ট অফিস, ইপিএফও, ইএসআই-এর মতো সংস্থার ১৭ লাখ কর্মচারী এই বোনাস পাবেন। শ্রেণির কর্মীদের বোনাস দিতে সরকারের হিসেবে খরচ হবে ২ হাজার ৭৯১ কোটি টাকা। সাধারণ প্রাশাসন-সহ অন্যান্য ক্ষেত্রের বাকি ১৩ লাখ নন গেজেটেড কর্মীদের জন্য রাজকোষ থেকে সরকারকে দিতে হবে ৯৪৬ কোটি টাকা। কর্মচারীদের হাতে টাকা থাকলে বাজারে কেনাকাটায় গতি আসবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم