পুজোর আনন্দ মাটি করতে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির পূর্বাভাস

 

ওডিশা উপকূলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে বাতাসে ঢুকছে জলীয় বাস্প। ওই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর বিস্তার করেছে। যা পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহবিদদের বক্তব্য, এবার পুজোর মুখে ব্যপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ফলে পুজোর আনন্দ মাটি হতেই পারে এবার। এমনিতেই করোনার ধাক্কায় পুজো আড়ম্বর কমছে, তার ওপর নিম্নচাপের ভ্রুকুটি সেই আনন্দকে আরও কমিয়ে দিতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে। তবে আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। রবিবার আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। তবে বাতাসে জলীয় বাস্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি রয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم