এল ক্লাসিকোয় বার্সাকে হারাল জিদানের রিয়াল মাদ্রিদ


চলতি করোনা আবহে এই মরশুমে প্রথম হল এল ক্লাসিকো। ন্যু ক্যাম্পে তাই ছিল না একজনও দর্শক। তাই প্রথম স্প্যানিশ ডার্বির মজা নিতে পারলেন না কেউই। তবে টিভির সামনে বসেছিলেন কোটি কোটি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ ভক্ত। আর হাড্ডাহাড্ডি ম্যাচে মেসির বার্সাকে ৩-১ গোলে হারিয়ে দিল রিয়াল। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের প্রশিক্ষনাধীন রিয়াল এদিন সব বিভাগেই টেক্কা দিল বার্সেলোনাকে। গত ম্যাচেই তাঁরা চ্যাম্পিয়ান্স লিগে পরাজয় স্বীকার করেছিল এক শাখতারের কাছে। এদিন রিয়ালের হয় গোল করলেন ভালভার্দে, র‍্যামোস এবং লুকা মদ্রিচ। বার্সেলোনার হয় একমাত্র গোল এল আনসু ফাতির পা থেকে। যদিও তিনি গড়লেন এক অনন্য নজির। কারণ তিনিই হলেন সর্বকনিষ্ঠ গোলদাতা কোনও এল ক্লাসিকোয়। এর আগে এই রেকর্ড ছিল রিয়ালের ভিনিশিয়াস জুনিয়ারের।

এদিন শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। খেলার পাঁচ মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে দেয় ভালভার্দে। তিন মিনিটের মধ্যেই গোল শোধ করে বার্সেলোনা। মেসির থ্রু ধরে আলবা গোলের বল সাজিয়ে দেয় আনসু ফাতিকে। তিনি গোল করতে ভুল করেননি। যা এল ক্লাসিকোয় বার্সেলোনার ৪০০ তম গোল ছিল এটি। প্রথমার্ধে ছিল ১-১। বিরতির পরই জিদানের ছেলেরা ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয়। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন র‍্যামোস। আর রিয়ালের হয়ে বার্সার কফিনে শেষ কফিন পুঁতে দেন লুকা মদ্রিচ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم