চতুর্থীতেই রেকর্ড, রাজ্যে একদিনে সংক্রমিত চার হাজার, মৃত ৬১

পুজো যত এগিয়ে আসছে ততই কপালে চিন্তার ভাঁজ বাড়ছে রাজ্যের চিকিৎসক মহল থেকে শুরু করে স্বাস্থ্যকর্তাদের। কারণ দিন দিন পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, সোমবারই কলকাতা হাইকোর্ট এক জনস্বার্থে মামলায় রায় দিয়েছে এবার পুজো হবে দর্শকশূন্য। মন্ডপে মণ্ডপে থাকবে নো-এন্ট্রি বোর্ড। আর হাইকোর্টের পর্যবেক্ষণ যে নেহাতই অমূলক নয় সেটার প্রমানও মিলছে। গত দুদিন ধরে রাজ্যে করোনা সংক্রমণের রেকর্ড গড়ছে। রাজ্য স্বাস্থ্যদফতরের জারি করা ১৯ অক্টোবরের করোনা বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনেই করোনা আক্রান্ত হয়েছিলেন ৩,৯৯২ জন। সেদিন ছিল তৃতীয়া, পরদিন অর্থাৎ চতুর্থীর দিন (২০ অক্টোবর) নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪,০২৯ জন। রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী এটাই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। রাজ্যে এই প্রথম দৈনিক সংক্রমণ ৪ হাজার পার করল। 


উল্লেখ্য, পুজো যত এগিয়ে আসছে, ততই যেন বাংলায় থাবা চওড়া হচ্ছে করোনার। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলে দিয়েছেন, করোনার সংক্রমণ বাড়ছে। গোষ্ঠী সংক্রমণও হচ্ছে বিভিন্ন জায়গায়। তবুও রাজ্যে দুর্গাপুজোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে অনুদানের পরিমান বাড়িয়ে ৫০ হাজার টাকা করে দিয়েছিলেন। তৃতীয়া থেকেই কলকাতার বড়বড় পুজো মণ্ডপে ভিড় ছিল চোখে পড়ার মতো। তার আগে পুজোর ভিড়ও ছিল নজরকাড়া। ১৯ ও ২০ তারিখে রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৬৩ ও ৬১ জন। মোট মৃতের সংখ্যা ৬,১৮০। এবার পুজোয় যদি লাগামছাড়া ভিড় হত, তবে সংক্রমণের মাত্রা কোথায় গিয়ে দাঁড়াত সেটা ভেবেই রাতের ঘুম উড়েছিল চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের। শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও করোনা সংক্রমণ ও মৃত্যুর খবর আসছে। দৈনিক সংক্রমণে কলকাতাকে রীতিমতো টেক্কা দিচ্ছে উত্তর ২৪ পরগণা। তবে এরমধ্যেই আশার আলো জ্বালিয়েছে কলকাতা হাইকোর্ট।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم