খড়গপুরে ৪ পথচারিকে পিষে দিল তেলের ট্যাঙ্কার


রাজ্যজুড়ে যখন সকলেই ব্যস্ত উৎসবের প্রস্তুতিতে, সেই সময়ই মর্মান্তিক পথ দুর্ঘটনা কেঁড়ে নিল চারজনের প্রাণ। জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে পিষে দিল নিয়ন্ত্রন হারানো একটি তেলের ট্যাঙ্কার। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্ৰামীণ থানার লছমাপুর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কয়েকজন পথচারি জাতীয় সড়কের দুটি ডিভাইডারের মাঝে দাঁড়িয়েছিলেন রাস্তা পারাপারের জন্য। সে সময় একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রন হারিয়ে তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে।
গুরুতর একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আরও একজন গুরুতর জখমের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার পরেই ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় মানুষজন। প্রায় ২ ঘন্টা ধরে চলে পথ অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়্গপুর লোকাল থানার পুলিশ। পরে স্থানীয় মানুষজনদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ। অবরোধের জেরে দীর্ঘক্ষণ ৬ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে সমস্যায় পড়েন যাতায়াতকারীরা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم