একটানা দুই ম্যাচ জিতে তৃতীয় ম্যাচেই কলকাতার কাছে মুখ থুবড়ে পড়ল রাজস্থান রয়্যালস। এই ম্যাচেই কোভিডবিধি ভঙ্গ করে বিতর্কে জড়ালেন রাজস্থানের তারকা ক্রিকেটার রবীন উথাপ্পা। এদিন তাঁকে লালারস বা থুতু দিয়ে বল পালিশ করতে দেখা যায়। এই করোনা আবহে ক্রিকেটারদের বল পালিশ করতে লালারস বা থুথুর ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি এই ব্যাপারে কঠোর আচরণবিধি আগেই প্রকাশ করেছে। পাশাপাশি ক্রিকেটারদের এই নিয়ম মেনে চলার কথাও বারবার বলেছে। নাইটদের বিরুদ্ধে ম্যাচে উথাপ্পাকে দেখা গেল করোনা বিধি ভেঙে বলে লালারস মাখাতে।
— Cow Corner (@CowCorner9) September 30, 2020
প্রাক্তন নাইট তারকা রবীনকে ৩ কোটি টাকা দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু তিন ম্যাচে তিনি সেভাবে দাগ কাটতে পারেননি। এরওপর বলে লালারস মাখিয়ে মহা বিতর্ক তৈরি করে ফেললেন রবীন। এছাড়াও সুনীল নারাইনের সহজ ক্যাচও মিস করেছেন। এরপরই তিনি মুখ থেকে লালারস নিয়ে বলে মাখিয়ে পালিস করতে থাকেন। যদিও বিশেষজ্ঞদের ধারণা, উথাপ্পা পুরনো অভ্যাসবশত ওই কাজটি করে ফেলেছেন। এটা ইচ্ছাকৃত ভুল নয়। এখন দেখার কী শাস্তি অপেক্ষা করছে রবীন উথাপ্পার জন্য।
إرسال تعليق
Thank You for your important feedback