কড়া বিধি মেনে খুলল শবরীমালা

 

প্রায় ৬ মাস পর শনিবার সকালে খুলে গেল শবরীমালার ভগবান আয়াপ্পার মন্দির। একমাত্র মুখে মাস্ক পরে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখানোর পরই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে পূণ্যার্থীদের। সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকলে তাদের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হচ্ছে। শুক্রবার সন্ধেয় মাসিক পুজোর জন্য মন্দির খুলেছে। খোলা থাকবে ২১ অক্টোবর পর্যন্ত। লকডাউনের পর এই প্রথম পুজো দিতে পারছেন ভক্তরা। ষনিবার দর্শনের জন্য অনলাইনে আবেদন করেছেন ২৪৬ জন। রোজ মাত্র ২৫০ জনকে ঢোকার অনুমতি দেওয়া হবে। তাদের ব.স ১০ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم