সলমনের বিয়ে হবে নাঃ জনার্দন

 

কে এই জনার্দন? আজ সোশ্যাল নেটে ছড়িয়ে পড়েছে তার নাম। সবাই নিজেকে দেখাতে চেয়ে ঠিকানা খুঁজছে। পণ্ডিত জনার্দন আসলে এক গণৎকার। তিনি নাকি মুখ দেখেই ভবিষ্যৎ বলে দিতে পারেন। তিনিই গত সপ্তাহে সলমন খানের এক রিয়ালিটি শোতে অংশ গ্রহণ করে এমন মন্তব্য করেছেন। শুনে নেটিজেনরা অবাক। তারা বলছে, ঐশ্বর্য রাই থেকে ক্যাটরিনা কাইফ, প্রায় ডজন খানেক প্রেম করে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সলমন। বর্তমানে তাঁর বয়স ৫৪। তাঁর পরিবার জানিয়েছে, এ বছরই একটা হিল্লে হবে সল্লুর। কিন্তু পরম নির্ভরতা নিয়ে পণ্ডিত জনার্দন জানিয়েছে, একদম না। ওঁর ভাগ্যে বিবাহ নাস্তি। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم