তৃতীয় কেমো নিতে মুম্বইয়ে সঞ্জয় দত্ত

 

ক্যান্সারের চতুর্থ পর্যায়ে রয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। প্রথমে ঠিক ছিল চিকিৎসার জন্য আমেরিকা যাবেন কিন্তু যাচ্ছেন না এমন কথাও হয়েছিল। সিঙ্গাপুরে যেতে পারেন, সেখানেও যাবেন না। সূত্র মারফত জানা গিয়েছে যে, তাঁকে সুস্থ করা কঠিন। এতে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। পরে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হয়ে দুটি কেমো নেন। তারপর অসুস্থ শরীর নিয়ে স্ত্রী মান্যতাকে নিয়ে উড়ে যান দুবাই, সেখানে তাঁর সন্তানরা রয়েছে। কিন্তু আচমকাই বুধবার ফিরে আসেন মুম্বই। একটি সূত্র বলছে সঞ্জয়ের শরীর ক্রমাগতই খারাপ হচ্ছে। অন্য সূত্র জানায় কিছু ছবির কাজ বাকি ত্থাকায় ফিরে এসেছেন। কিন্তু সকালেই একমত তৃতীয় কেমোথেরাপি তাঁকে দু একদিনের মধ্যে নিতে হবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم