ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি দিয়ে ধৃত গুজরাতের স্কুলছাত্র

 

 বাবা ভালো ব্যাট করতে পারছে না, আইপিএলে সবচেয়ে খারাপ পারফর্মেন্স তাঁর দলের। এই পরিস্থিতিতে বহিঃপ্রকাশ ঘটল বিকৃত মানসিকতার। ব্যাট হাতে ম্যাচ না জেতাতে পারার ‘অপরাধে’ এমএস ধোনির ছোট্ট পাঁচ বছরের মেয়ে জিভা ধোনিকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হল। এর জেরে রাঁচিতে ধোনির ফার্ম হাউসে নিরাপত্তা জোরদার করা হয়। সোশাল মিডিয়াতে এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে। সামাজিক মাধ্যমে ‘যা খুশি’ মন্তব্য করার এই প্রবণতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যে বা যারা এই ধরণের কাণ্ড ঘটিয়েছে তাঁদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি ওঠে সোশাল মিডিয়া সহ বিভিন্ন মহলে। তদন্তে নামে ঝাড়খণ্ড পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অপরাধী। ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, গুজরাতের কচ্ছ জেলার মুন্দ্রা এলাকার বছর ১৬-র এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ধোনি কন্যা বছর পাঁচের জিভাকে ধর্ষণের হুমকি দিয়েছিল বলে দাবি পুলিশের। জানা গিয়েছে সে দ্বাদশ শ্রেণীর ছাত্র। উল্লেখ্য, দীর্ঘ অবসরের পর এবারের আইপিএল খেলতে মাঠে ফিরেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি। কিন্তু নিজের ফর্মের ধারেকাছে নেই ক্যাপ্টেন কুল। ফলে একদিকে যেমন তিনি রান করতে পারছেন না অন্যদিকে তাঁর দল চেন্নাই সুপার কিংসের হালও খুব খারাপ। এবারের আইপিএল লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে চেন্নাই। এরপরই ধোনির স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে কদর্য ভাষায় আক্রমণ শুরু হয় সোশাল মিডিয়ায়। এরমধ্যে জিভাকে ধর্ষণের হুমকিও ছিল। তবে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অপরাধী। সূত্রের খবর, জেরায় ওই কিশোর নিজের অপরাধের কথা স্বীকারও করেছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم