ভারতীয় সিনেমার প্রথম রক ডান্সার

সিনেমায় টকি আসার আগেই চার্লস চাপলিনের ছবিতে নৃত্যের দৃশ্য থাকত। শব্দ আসার পরেও পঞ্চাশের মাধ্যভাগেও নাচের দৃশ্য মানে দেহাতি নৃত্য। দিলীপকুমার, দেব আনন্দ, রাজ্ কাপুররা নাচতে জানতেন না। এরপর সিনেমায় আগমন শামসেররাজ কাপুরের। এই নাম কেউ চিনবে না কারণ পিতৃদত্ত নাম বদলে নাম হয় শাম্মি কাপুর। যাঁর কল্যাণে সে যুগের দর্শকরা প্রথম সিটি দেওয়া শিখেছিল। রাজ কাপুরের দ্বিতীয় ভাই পরিবারে সবচেয়ে শিক্ষিত ছিলেন, ম্যাট্রিক পাস। শাম্মি সিরিয়াস অভিনয়ের ধার কাছ দিয়ে না গিয়ে নাচেগানে দর্শকদের আনন্দ দিতে পছন্দ করতেন। প্রেম করে বিয়ে করেছিলেন গীতা বালিকে। কিন্তু দুই সন্তানের জন্ম দিয়ে গীতা প্রয়াত হন। ফের বিয়ে করেন। ১৯৫৩ থেকে ১৯৭০ অবধি নায়কের ভূমিকায় অভিনয় করেন। শাম্মির সিনেমার দ্বিতীয় ভাগটি কিন্তু একদম ভিন্ন।| ৭০ এর মধ্যভাগ থেকে পরিচালনায় আসেন এবং নাচগান বাদ দিয়ে সিরিয়াস চরিত্রে অভিনয় শুরু করেন। পুরস্কৃতও হন অনেক বয়সকালে। আজ নাচের দৃশ্য যেকোনো সিনেমায় স্বাভাবিক দৃশ্য কিন্তু কজন জানেন ওয়েস্টার্ন ডান্স বলিউডে এনেছিলেন ভারতের এলভিস প্রিসলি শাম্মি কাপুর।| প্রয়াত শাম্মির আজ ৯০ তম জন্মদিবস।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم