IPL-এ শেনের অনুরোধ সৌরভকে

 

এবারের পিচ এবং ব্যাটসম্যানদের রমরমা দেখে বিরক্ত শেন ওয়ার্ন। তিনি টুইট করেছেন এ বিষয়ে, অনুরোধও করেছেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। শেন তিনটি আবেদন রেখেছেন, ১) প্রতি বোলারকে ৪ ওভারের জায়গায় ৫ ওভার ধার্য করা হোক কারণ তাতে বোলাররা সুযোগ পাবেন বেশি। ২) পিচ ফ্ল্যাট করে ব্যাটসম্যানদের সুবিধা না করে স্পোর্টিং পিচ করা হোক কারণ ক্রিকেটটা ব্যাটসম্যানদের নয় বোলারেরও। ৩) আউটফিল্ড সবুজ ঘাসে ভরা থাক কারণ কোনও মাঠ ন্যাড়া থাকলে ব্যাটসম্যান স্ট্রোক নিলেই বল ছোটে বাউন্ডারিতে। আসলে বিশ্বের সর্বকালের অন্যতম বোলার শেন ওয়ার্ন চান টি-২০ টুর্নামেন্ট হোক ব্যাটিং বোলিংয়ে ভরা। কিন্তু হচ্ছে ধাঁই ধাঁই করে ব্যাটসম্যানদের চার ছক্কা মারার টুর্নামেন্ট।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم