সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। করোনায় আক্রান্ত প্রবীণ অভিনেতাকে হাসপাতালের আইটিইউ-তে নিয়ে যেতে হয়েছে। দেওয়া হচ্ছে অক্সিজেন। মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সৌমিত্রকে। শুক্রবার বিকেল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অনিয়মিত রক্তচাপ এবং অসুস্থতা বাড়ায় তাঁকে স্থানান্তরিত করা হয়েছে আইটিইউ-তে। রয়েছে শ্বাসকষ্টও। তাঁর কোমর্বিডিটিও চিন্তায় রেখেছে চিকিৎসকদের। করোনার নিয়মবিধি মেনে কিছুদিন আগেই ৮৫ বছরের সৌমিত্র শুটিং শুরু করেন। এর মধ্যেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘অভিযান’ ছবির শ্যুটিং শেষ করেন তিনি।
إرسال تعليق
Thank You for your important feedback